জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরাঃ- পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গুসকরা শাখার উদ্যোগে ২ রা অক্টোবর গুসকরা পিপি ইনস্টিটিউশন ও এড়াল অঞ্চল উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো বিজ্ঞান মানসিকতা ও মেধা বৃদ্ধি অভীক্ষা। ত্রিশটি বিদ্যালয়ের প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রী এই অভীক্ষায় অংশগ্রহণ করে। বিজ্ঞান মঞ্চের গুসকরা শাখার অন্যতম সদস্য সুশোভন কর্মকারের নেতৃত্বে একটি টিম সমগ্র মেধা অভীক্ষাটি পরিচালনা করেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা যাচ্ছে প্রথম দশ শতাংশ সফল ছাত্রছাত্রীদের মানপত্র ও মেমেণ্টো এবং পরবর্তী কুড়ি শতাংশের হাতে মানপত্র তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে গত তিন বছর ধরে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অভীক্ষার আয়োজন করে চলেছে।
বিজ্ঞান মঞ্চের গুসকরা শাখার সম্পাদক অমল দাস বললেন – বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিবছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি আমাদের উৎসাহিত করছে।