eaibanglai
Homeএই বাংলায়গুসকরায় গড়ে উঠল তৃণমূলের হকার্স ইউনিয়ন

গুসকরায় গড়ে উঠল তৃণমূলের হকার্স ইউনিয়ন

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরাঃ- ব্লকে থাকলেও এতদিন গুসকরা শহরের বুকে হকার্সদের জন্য কোনো ইউনিয়ন ছিল না। অথচ ওরা এই শহরের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং শহরকে ঘিরেই ওদের জীবন-জীবিকা আবর্তিত হয়। ওদের কেউ হকারি করে ট্রেনে, কেউ বা গুসকরা বাসস্ট্যান্ডে। অথচ ইউনিয়ন না থাকার জন্য নিজেদের অভাব অভিযোগ জানানোর মত নিজস্ব কোনো সংগঠন ছিল না। ফলে মনের মধ্যে একটা আক্ষেপ থেকেই গিয়েছিল। অবশেষে গত ৩রা আগষ্ট গুসকরা শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কুশল মুখার্জ্জীর সৌজন্যে সেই আক্ষেপ দূর হলো।

গুসকরা শহরের দলীয় কার্যালয়ে প্রায় ৮০জন হকার্সদের উপস্থিতিতে গঠিত হয় তৃণমূল কংগ্রেস সমর্থিত হকার্স ইউনিয়ন। সর্বসম্মতিতে নব গঠিত ইউনিয়নের সভাপতি হন সঞ্জীব মালাকার এবং যুগ্মভাবে সম্পাদক নির্বাচিত হন ভুবন দাস ও চন্দন দাস। একইসঙ্গে অন্যান্য পদাধিকারীদের মনোনীত করা হয়। শহরের বুকে নিজস্ব ইউনিয়ন গড়ে ওঠার জন্য হকার্সদের মধ্যে যথেষ্ট আনন্দ লক্ষ্য করা যায়।

কুশল বাবু ছাড়াও ইউনিয়ন গঠনের সময় উপস্থিত ছিলেন শহর তৃণমূল কার্যকরী সভাপতি মলয় চৌধুরী, যুব সভাপতি উৎপল লাহা, তৃণমূল নেতা মাধব সাহা, শহর সভাপতির সর্বক্ষণের সঙ্গী পিণ্টু ঘোষ প্রমুখ।

কুশল বাবুকে ধন্যবাদ জানিয়ে হকার্সদের পক্ষ থেকে সঞ্জীব বাবু বলেন- শহরের বুকে নিজেদের কোনো ইউনিয়ন না থাকার জন্য মাঝে মাঝে সমস্যা হতো। ছোটখাটো বিষয় নিয়ে শহর তৃণমূল সভাপতির কাছে যেতে হতো। আশাকরি সেই সব বিষয়গুলো এবার থেকে আমরা নিজেরাই মিটিয়ে নিতে পারব।

অন্যদিকে কুশল বাবু বলেন- দীর্ঘদিন ধরেই ইউনিয়নের জন্য শহরের হকার্সরা দাবি তুলছিল। অবশেষে সেই দাবি পূর্ণ হলো। এতে আমরা প্রত্যেকেই খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments