সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: একটু সচেতন হলেই মশক বাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া সহ নানান জীবনহানি রোগের হাত থেকে আমরা সহজেই রক্ষা পেতে পারি। প্রশাসন বারবার সতর্ক করলেও আমরা সেগুলি গুরুত্ব দিইনা। এবার সঙ্গীতের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য এগিয়ে এলেন বীরভূমের ‘রাঙ্গা ধূলি লোকসঙ্গীত ও বাউল সম্প্রদায়’- এর শিল্পীরা। এরা মূলত কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই কাজটি করে থাকেন।
এইমুহূর্তে গুসকরায় চলছে রটন্তী কালী পুজো ও গুসকরা উৎসব। পার্শ্ববর্তী এলাকা থেকে বহু মানুষ মেলায় এসে ভিড় করছেন। সচেতনতামূলক প্রচারের জন্য তারা বেছে নিলেন এই ভিড়কে। দলে ছিলেন চারজন সদস্য। মশা সহ অন্যান্য পতঙ্গদের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যেতে পারে সেই সম্পর্কে তারা উপস্থিত মানুষদের বুঝিয়ে বলেন এবং ফুলগাছের গোড়া সহ কোথায় যাতে জল জমে না থাকে সেইদিকে নজর দেওয়ার জন্য পরামর্শ দেন। পাশাপাশি প্লাস্টিক ব্যবহার করার বিষয়েও সতর্ক করেন। দলের প্রধান প্রভাতী বিশ্বাস বললেন, উভয় সরকারের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরেই সঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছি। প্রত্যেকের কাছে আমাদের একটাই অনুরোধ, দয়া করে সামান্য অবহেলায় নিজেদের জীবনকে বিপন্ন করবেন না।




















