সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান -: রাষ্ট্রীয় সংহতির উদ্যোগে গুসকরার শান্তিপুর সংলগ্ন এলাকায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে ৫৮ ইউনিট রক্ত সংগৃহীত হয়। রক্তদাতাদের মধ্যে ৭ জন ছিলেন মহিলা। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পরিবেশ দূষণ রোধ করার লক্ষ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, বোলপুর সংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক গণেশ সরকার, বোলপুর সংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিকাশ মিশ্রা, গুসকরা নগর সভাপতি দেবযানী গড়াই, যুবনেতা অয়ন চ্যাটার্জ্জী সহ অন্যান্য নেতা-কর্মীরা। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।


















