সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: গুসকরা পুরসভার ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার সাধনা কোনারের উদ্যোগে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে একজন সাধারণ চিকিৎসক ও একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে প্রায় শতাধিক মানুষ শিবিরে তাদের স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করান। কাউন্সিলারের এই উদ্যোগে তারা প্রত্যেকেই খুব খুশি।
সাধনা দেবী ছাড়াও শিবিরে উপস্থিত রুগীদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন নবী নেওয়াজ শাহ, অর্ধেন্দু শেখর গড়াই, মৃণাল কোনার, ভাগবত গড়াই, গোবিন্দ দাস, মিঠুন হালদার প্রমুখ তৃণমূল কর্মীরা। সাধনা দেবী বললেন, চেষ্টা করি আমার ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থাকতে। এটাই আমার কর্তব্য। অন্যদিকে পুরপ্রধান কুশল মুখার্জ্জী বললেন, সাধারণ মানুষের পাশে থাকাটাই হলো আমাদের দলনেত্রীর নীতি ও আদর্শ। আমরা প্রত্যেকেই সেই নীতি মেনে চলার চেষ্টা করি। কাউন্সিলারের এই উদ্যোগে আমি খুব খুশি।





