সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: ব্যয়বহুলতার কারণে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেওয়াটা সাধারণ মানুষের কাছে দুঃস্বপ্ন। অথচ সেই দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হলো রোটারী ক্লাবের সৌজন্যে ও গুসকরা পৌরসভার সক্রিয় সহযোগিতার জন্য।
গত ১৬ ই ফেব্রুয়ারি গুসকরা পৌরসভা লজে আয়োজিত হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের একঝাঁক স্বনামধন্য চিকিৎসক। গুসকরা ও পার্শ্ববর্তী এলাকার শতাধিক বাসিন্দা শিবিরের চিকিৎসা পরিষেবার সুযোগ নেন। রোটারী ক্লাব ও গুসকরা পুরসভার এই উদ্যোগে তারা প্রত্যেকে খুব খুশি।
শিবিরে উপস্থিত ছিলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও কাউন্সিলার সাধনা কোনার, যমুনা শিকারী, সুব্রত শ্যাম সহ অন্যান্যরা এবং প্রায় ২৫ জন রোটারিয়ান। রোটারী ক্লাবের ভূয়সী প্রশংসা করে কুশল বাবু বললেন, সাধারণ মানুষের পক্ষে ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নেওয়া সত্যিই কঠিন। রোটারী ক্লাবের সৌজন্যে আজ এলাকাবাসী সেই সুযোগ পেল। এরজন্য রোটারী ক্লাবের কোনো প্রশংসায় যথেষ্ট নষ্ট। আশাকরি অন্য সংস্থাগুলো আগামীদিনে এই ধরনের শিবিরের আয়োজন করবে। পুরসভার পক্ষ থেকে আমরা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। তিনি সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষেরও প্রশংসা করেন।





