সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: গত ১৭ ই জানুয়ারি গুসকরা মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও আইকিউএসি এর যৌথ উদ্যোগে একটি কর্মশালা আয়োজিত হয়। বিষয় বস্তু ছিল পেশা হিসেবে সঙ্গীত। উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত প্রযোজক অনঞ্জন চক্রবর্তী। তিনি বলেন, সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত শিল্পীরা মোটামুটি তিনটি উপায়ে জীবিকা অর্জন করতে পারে এবং এটি বিস্তারিত ভাবে তিনি উপস্থিত শ্রোতাদের সামনে তুলে ধরেন।
এর আগে প্রদীপ প্রজ্বলিত করে একদিনের কর্মশালার শুভ সূচনা অনঞ্জন চক্রবর্তী, বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল ও গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জী সহ অন্যান্যরা। সঙ্গীত বিভাগের অধ্যাপিকা মনামী চোংদারের নেতৃত্বে উদ্বোধনী সঙ্গীত ‘আলোকের এই ঝর্ণা ধারায়…’ পরিবেশন করেন সঙ্গীত বিভাগের ছাত্রী চন্দ্রানী, তনুশ্রী, দেবিকা, সুকন্যা, দেবিকা, পৌলিমা, তনুশ্রী, দেবিকা প্রমুখ। নিরঞ্জন বাবু, যিনি নিজেও একজন গীতিকার, বর্তমান পরিস্থিতিতে এইধরনের একটি কর্মশালার আয়োজন করার জন্য গুসকরা মহাবিদ্যালয় কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আশাকরি সঙ্গীত প্রেমীরা এই কর্মশালা থেকে জীবিকা অর্জনের একটা দিশা খুঁজে পাবে। কেন এই কর্মশালার আয়োজন করা হয়েছে, স্বাগত ভাষণে গুসকরা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চ্যাটার্জ্জী সবার সামনে এই তথ্য তুলে ধরেন।