eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো গুসকরায়

দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হলো গুসকরায়

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জীর অনুপ্রেরণায় কলকাতা শহর ছাড়িয়ে বিভিন্ন জেলা শহরে ছড়িয়ে পড়েছে দুর্গাপুজো কার্নিভাল। বাঙালির মনে সৃষ্টি হয়েছে অন্য অনুভূতি। পুজোর তাৎপর্য অন্য উচ্চতায় পৌঁছে গেছে। সেই তাৎপর্য এবারও বজায় রাখল মফস্বল শহর গুসকরা। গুসকরা পৌরসভার উদ্যোগে এবং জেলা পুলিশ প্রশাসন সহ সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতায় ৪ ঠা অক্টোবর গুসকরা বাসস্ট্যান্ডে তৃতীয়বারের জন্য আয়োজিত হলো দুর্গাপুজো কার্নিভাল। শহরের মোট ৯ টি দুর্গাপুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে।

গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী এখনো বৃষ্টির সম্ভাবনা আছে। একরাশ উদ্বেগকে সঙ্গী করে সকাল থেকে ‘কন্যাদায়গ্রস্ত পিতা’-র মত পুরপ্রধান কয়েকজন কাউন্সিলার ও পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে কার্নিভালে আগত অতিথিদের বসার জন্য মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। তখনও তার মনে আশঙ্কা আবহাওয়া জনিত কারণে শেষপর্যন্ত কার্নিভাল হবে তো! অবশেষে সমস্ত আশঙ্কা দূর করে শুরু হলো দুর্গাপুজো কার্নিভাল। মঞ্চে তখন উপবিষ্ট স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, বিডিও, ডিএসপি (ডি এণ্ড টি) সুব্রত মণ্ডল, আউসগ্রাম থানার আইসি শান্তনু অধিকারী ও বিভিন্ন থানার ওসি, অগ্নি নির্বাপক ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ একগুচ্ছ সমাজসেবী এবং পুরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম ও চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ সমস্ত কাউন্সিলার এবং শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। ওদিকে রাস্তার দু’ধারে উপস্থিত হাজার হাজার উৎসাহি দর্শকদের করতালির মধ্যে দিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একে একে হাজির হয় সুসজ্জিত ন’টি দুর্গা প্রতিমা। এর আগে উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযথ মর্যাদা সহকারে অতিথিদের বরণ করে নেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুব্রত শ্যাম। তার সঞ্চালনার গুণে অনুষ্ঠানটি অন্য উচ্চতায় পৌঁছে যায়। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট অভিনেত্রী ‘গীতা’ ওরফে হিয়া মুখার্জ্জী এবং জনৈক শিশু সঙ্গীত শিল্পী। অভিনেত্রীকে দেখার জন্য দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। কার্নিভাল উপভোগ করতে বহু মানুষ উপস্থিত হলেও পুলিশ প্রশাসন এবং গুসকরা ট্রাফিক গার্ডের ওসি ও সিভিক ভলাণ্টিয়াররা অসাধারণ দক্ষতায় ভিড় নিয়ন্ত্রণ করেন। পথে নেমে একসময় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা যায়। সবমিলিয়ে এক অসাধারণ কার্নিভাল উপভোগ করার সুযোগ পান গুসকরা শহরবাসী সহ শহরের আশেপাশের বাসিন্দারা। সুষ্ঠুভাবে কার্নিভাল পরিচালনা করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী বললেন – আবহাওয়ার জন্য মনের মধ্যে আশঙ্কা ছিল সব ঠিকঠাক হবেতো! সামান্য কিছু ত্রুটিবিচ্যুতি থাকলেও শেষপর্যন্ত আমরা সফল হয়েছি। এতবড় একটি অনুষ্ঠান সফলভাবে শেষ করতে সাহায্য করার জন্য আবার তিনি প্রত্যেককে ধন্যবাদ জানান। তবে অভিনেত্রী উপস্থিত হওয়ার পর মঞ্চে অতিরিক্ত ভিড় যথেষ্ট বিসদৃশ লেগেছে। ভবিষ্যতে এইবিষয়ে উদ্যোক্তাদের সতর্ক থাকতে হবে এবং যথেষ্ট কড়া অবস্থান নিতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments