eaibanglai
Homeএই বাংলায়গুসকরায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

গুসকরায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা, পূর্ব বর্ধমান-: প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলেও এই প্রথমবারের জন্য আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল গুসকরা ক্ষণপ্রভা ক্লাব। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটি।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে ৪৩ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১ জন ছিলেন মহিলা এবং ২৯ জন এই প্রথমবার রক্তদান করলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একাধিক ব্যক্তি তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন আউশগ্রাম ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কামরুল ইসলাম, গুসকরা বীট হাউসের ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বনাথ দাস, গুসকরা পৌরসভার উপ পৌরপ্রধান বেলি বেগম, ক্ষণপ্রভা ক্লাবের প্রত্যেক সদস্য, আপন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তথা প্রাক্তন অধ্যাপক শিশির ঘোষ সহ কয়েকজন সদস্য, জেলা রক্তদান শিবিরের অন্যতম সংগঠক সৌগত গুপ্ত সহ আরও অনেকেই।

এর আগে এই দুই শিবিরের শুভ উদ্বোধন করে সমষ্টি উন্নয়ন আধিকারিক উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে এই সংস্থা সহ অন্যান্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বাল্যবিবাহ রোধ করার জন্য সবার সহযোগিতা প্রার্থনা করেন। এছাড়াও আগামীদিনে ব্লকের প্রতিটি অঞ্চলে এই সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির আয়োজনের ইঙ্গিত দেন।

সমস্ত রক্তদাতা, উপস্থিত বিশিষ্ট ব্যক্তি, সহযোগিতার জন্য ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ, আপন ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেক সদস্য, সৌগত গুপ্ত সহ নিজ ক্লাবের প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্ষণপ্রভা ক্লাবের সম্পাদক প্রদীপ ব্যানার্জ্জী বললেন, গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট দূর করার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের লক্ষ্য আগামী দিনে ১ লা মে ছাড়া প্রতিবছর আরও অন্তত দু’টি শিবিরের আয়োজন করা। আশাকরি আমরা সবার সহযোগিতা পাব।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments