সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-: গুসকরা ৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সক্রিয় সহযোগিতায় ৪ ঠা এপ্রিল চাঁদরায়তলায় আয়োজিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় ‘স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল’ এর শীততাপ নিয়ন্ত্রিত ভ্রাম্যমান বাসে আয়োজিত শিবির থেকে ৬৪ ইউনিট রক্ত সংগৃহীত হয়। এদের মধ্যে ১৭ জন ছিলেন মহিলা। ২৬ জন এই প্রথমবারের জন্য রক্তদান করে। তবে বিভিন্ন কারণে বেশ কয়েকজন মহিলা রক্তদান করতে এসে ফিরে যায়। সংগৃহীত রক্ত বর্ধমান হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতার হাতে উপহার তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন গুসকরা শহর তৃণমূল সভাপতি দেবব্রত শ্যাম ও যুব সভাপতি কার্তিক পাঁজা, আউসগ্রাম-১ নং ব্লক সভাপতি অরূপ সরকার, মলয় চৌধুরী, রবীন্দ্রনাথ ঘোষ, আপন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শিশির ঘোষ, রক্তদান শিবিরের বিশিষ্ট আয়োজক সৌগত গুপ্ত, কাউন্সিলার শিপ্রা চৌধুরী এবং পুরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগম, চেয়ারম্যান কুশল মুখার্জ্জী সহ তৃণমূল কর্মীরা।
এই শিবিরের আয়োজন করার জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুশল বাবু বলেন, প্রতিবছর এইসময় ব্লাড ব্যাংকগুলিতে রক্তের টান পড়ে। ফলে সমস্যায় পড়ে রুগীরা। এইভাবে যদি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সাধারণ মানুষ রক্তদান করতে এগিয়ে আসে তাহলে অনেক সমস্যার সমাধান হয়।





