জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,হুগলিঃ- সাধারণ মানুষের দিকে, সমাজের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে নিজের নামকে কার্যত স্বার্থক করে তুলেছে হুগলির হরিপালের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘এসো বন্ধু হই’।মুমূর্ষু মানুষের স্বার্থে রক্তদান শিবিরের আয়োজনকে কার্যত একটি স্বাভাবিক ঘটনায় পরিণত করে ফেলেছে তারা। একইসঙ্গে মানুষের মন থেকে কুসংস্কার দূর করে নিয়মিত তারা মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার শিবিরেরও আয়োজন করে চলেছে। নিজেদের সীমিত সামর্থ্যকে পাথেয় করে দুঃস্থদের বস্ত্র বিতরণও করছে।
সংস্থার সভাপতি প্রসাদ সিংহরায় বললেন- আমরা সারাবছর মানুষের সেবায় নিজেদের ব্যস্ত রাখি। রক্তের চাহিদা মেটানোর জন্য প্রায় প্রতি মাসে আমরা একটি করে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। এমনকি আমাদের সদস্যরাও পারিবারিক ভাবেও রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। জন্মগত বা অন্য কোনোভাবে অঙ্গের ত্রুটি থাকা মানুষের সাহায্যার্থে মরণোত্তর অঙ্গদানের অঙ্গীকার শিবির বিশেষ করে চক্ষুদান শিবিরের আয়োজন করে থাকি। আগামী দিনে আমরা সমাজের জন্য মঙ্গলজনক আরও কিছু কাজ করব। দরকার সবার সহযোগিতা।