সংবাদদাতা, বাঁকুড়াঃ- সমস্যা যেন পিছু ছাড়ছে না মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রকে। ঠিকা শ্রমিকদের সমস্যা মিটিয়ে গতকাল এই বিদ্যুৎ কেন্দ্র ছন্দে ফিরলেও আজ দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ দুপুরে মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভেতর যখন সুরক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রমিকরা সুরক্ষার শপথ নিচ্ছেন ঠিক তখনই বিদ্যুৎ কেন্দ্রের ভেতর ২২০ কেভি সুইচ ইয়ার্ডের সামনে থেকে ব্যাপক কালো ধোঁয়া উঠতে দেখেন শ্রমিকরা। ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখা যায় ওই সুইচ ইয়ার্ডের কাছে ২৩০ ও ২৩১ নম্বর হাই টেনশন লাইনের নিচের অব্যাবহৃত জমিতে থাকা শুকনো ঘাস ও ঝোপ ঝাড় দাউ দাউ করে জ্বলছে। আগুনের ওই লেলহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বিদ্যুৎ কেন্দ্রের অন্যত্রও এই আশঙ্কায় তড়িঘড়ি দমকল তলব করা হয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ওই তিনটি ইঞ্জিনের বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তরফে জানানো হয়েছে এই অগ্নিকান্ডে বিদ্যুৎ কেন্দ্রের তেমন ক্ষতি না হলেও অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে সুইচ ইয়ার্ড সহ বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ।