এই বাংলায় ওয়েব ডেস্কঃ- বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় শেষে শুরু হয়েছে শ্রাবণ, মানে ভরা বর্ষা। আষাঢ় তা জানান না দিলেও শ্রাবণের শুরুতেই শুরু হয়েছে শ্রাবণের ধারা। আবহাওয়ার পূর্বভাসও সেই কথাই জানাচ্ছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের কারণেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর তার প্রভাবেই বৃষ্টি চলবে রাজ্যে। আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস প্রায় সব জেলায়। পাশাপাশি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলী এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি সমুদ্র উত্তাল রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে। কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ৬০ কিলোমিটারেও। আগামী ২৫ জুলাই পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে মনে করা হচ্ছে। ফলে মৎস্যজীবীদের ২৫ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।