সংবাদদাতা, বাঁকুড়াঃ- ভ্যালেন্টাইনের এই দিনটা যুবক যুবতীদের কাছে ভালোবাসার দিন হিসেবে পরিচিত। এই দিনে তবে শুধুমাত্র যুবক-যুবতীদের কাছেই নয় সকল বয়সের মানুষ মনের প্রিয়জনকে নিয়ে একে অপরের হাতে গোলাপ বিনিময় করে আগামী দিনের সম্পর্কগুলোকে আরো মজবুত করে তোলে। আজকের এই দিনে এমনই ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়। যেখানে দেখা গেল বিষ্ণুপুর শহরের লালগড় এর পার্কে সকাল থেকে বিভিন্ন বয়সের যুবক-যুবতীরা ভিড় জমিয়েছেন প্রীয়জনদের নিয়ে। গোলাপ বিনিময়ের মধ্য দিয়ে এবং বিভিন্ন জায়গায় মনের মানুষকে ঘুরতে নিয়ে যাওয়া ছিল আজকের দিনের সবথেকে বেশি আনন্দের। আবার অনেকেই আছেন আজকের এই দিন থেকেই প্রিয়জনের হাত ধরে আগামী দিনের পথ চলা শুরু করেন। লালগড় পার্কে ঘুড়তে আসা এক যুবতী বলেন, সারা বছর আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি প্রিয়জনের হাত ধরে আজকের দিনটা ভালোই কাটছে। আজকের দিনে লাভবান হচ্ছেন গোলাপ ব্যবসায়ীরাও। তারাও সারা বছর এই দিন টার দিকে তাকিয়ে থাকে। তবে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে এক দোকানদার বলেন অন্যান্য বছরের মতো এ বছর ততটা গোলাপ বিক্রি নেই।