নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ বজ্রপাতে মৃতু হলো দুই মহিলা সহ পাঁচ জনের| রবিবার বিকেলে বরাবাজারের রাউতারা এবং রায়ডি গ্রামে পৃথক দুটি ঘটনায় বাজ পড়ে মৃত্যু হয় ৩ জনের| অন্যদিকে একই সময় সাঁওতালডিহির বাকিবস্তি এলাকা ও মফঃস্বল থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের| পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে রাউতারা গ্রামে বৃষ্টির সময় বাজ পড়ে নীলিমা মাহাতো (২৫) ও সুন্দরী কর্মকার (৫৫) নামে দুই মহিলার মৃত্যু হয়| ঘটনায় জখম হন আরও দুই মহিলা| স্থানীয়দের সাহায্যে আহতদেরকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়| একই সময় বৃষ্টি চলাকালীন বাইরে থাকায় বজ্রাঘাতে মৃত্যু হয় বরাবাজার রায়ডির বাসিন্দা মতিলাল মাহাতো (৮০) নামে এক ব্যক্তির| অন্যদিকে সাঁওতালডিহি বাকিবস্তি বাসিন্দা নিমাই সিং (৩৫) ও মফঃস্বল থানার চাকলতোরে আরও এক জনের মৃত্যু হয়| মৃতদেহ গুলি উদ্ধার করে ময়না তদন্ত জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালের মর্গে আনা হয়| অন্যদিকে জমিতে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হল তিনজনের। নিহতরা হলেন বাবা শ্রীবাস মৃধা (৫২) পুত্র হরিপদ মৃধা (২৭) এবং কপিল মন্ডল (৪০) নামে আর এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার সাতজেলিয়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর সোমবার দুপুরে ব্যাপক বজ্রপাত শুরু হয় ওই এলাকায়। সেই সময় জমিতে ধান চাষের কাজ করছিলেন বাবা শ্রীবাস মৃধা ও ছেলে হরিপদ মৃধা। হঠাৎই বাজ পড়ায় দুজন ঘটনাস্থলে মারা যান। অন্যদিকে সাতজেলিয়ার পরশমনি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয় কপিল মন্ডল নামের এক ব্যক্তির। তিনিও জমিতে চাষের কাজ করছিলেন।স্থানীয় মানুষজন দেহ তিনটি জমি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে অবশ্য পুলিশ গিয়ে দেহ গুলি উদ্ধার করে নিয়ে আসেন। দেহ দিনটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ ।