জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরাঃ- গুসকরা নিবাসী স্বর্গীয় শিবদাস গুপ্ত নিজে ছিলেন জনদরদী তথা সমাজসেবী। এলাকার মানুষের প্রতি তিনি ছিলেন উদার। প্রয়াত পিতার এই গুণটি পেয়েছে তারই সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী শান্তনু গুপ্ত। সুযোগ পেলে প্রয়াত পিতার পথ অনুসরণ করে তিনিও বারবার মানুষের পাশে দাঁড়ান। যেমন এবার দাঁড়ালেন।
ক্লাবের সদস্য শান্তনু গুপ্তের সক্রিয় সহযোগিতায় গুসকরা শিরিষতলা সংলগ্ন বিষাণ অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে গত ৮ ই মে স্বর্গীয় শিবদাস গুপ্তের প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে প্রায় ২০০ জন স্হানীয় পুরুষ, মহিলা সহ শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাদ্যসামগ্রী। প্রত্যেকেই শান্তনু বাবুর এই আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। পেশাগত ক্ষেত্রে তার সাফল্য কামনা করে প্রবীণরা দু’হাত তুলে তাকে আশীর্বাদও করেন।
প্রসঙ্গত ক্লাব সদস্যদের সক্রিয় সহযোগিতায় বিষাণ অ্যাথলেটিক ক্লাব দীর্ঘ ১২ বছর ধরে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচী ও খেলাধুলোর মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। করোনার সময় তাদের ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়।
ক্লাব সদস্যদের একসাথে কাজ করার মানসিকতার ভূয়সী প্রশংসা করে ক্লাব সম্পাদক সৌগত গুপ্ত বললেন – আমাদের সাফল্যের মূল চাবিকাঠি হলো এই একত্রিত প্রয়াস। নিজেদের একান্ত পারিবারিক অনুষ্ঠান ক্লাবের মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য ক্লাবের এই সাফল্য। আশাকরি আগামীদিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।