eaibanglai
Homeএই বাংলায়শাসক দলের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ

শাসক দলের বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ– বালি পাচার নিয়ে আসানসোলে রাজনৈতিক তরজা। রবিবার দামোদরে রেল ব্রিজ পরিদর্শন করে বালি পাচারের বিরুদ্ধে সরব হন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এর জন্য শাসক দলকে দোষারোপ করতে ছাড়েননি তিনি। অন্যদিকে বিজেপি বিধায়িকার অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আসানসোলের হীরাপুর থানার অন্তর্গত দামোদর নদ থেকে দিনের পর দিন অবৈধভাবে বালি তোলা হচ্ছে। আর শাসক দলের মদতে চলছে এই পাচার চক্র। যার জেরে রেলের ব্রিজের পিলার দুর্বল হয়ে পড়েছে। যেকোনো দিন ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। রবিবার এলাকা খতিয়ে দেখে এমনই অভিযোগ করেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল। এদিন তিনি দাবি করেন ড্রেজিয়েং এর নামে নদীর মধ্যে পাথর দিয়ে নদী পথ আটকে জেসিবি দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে লাগাতার বালি তোলা হচ্ছে । এরফলে নদীর জল সংরক্ষণ ক্ষমতা শেষ হয়ে যাবে এবং জলকষ্ট শুরু হবে অজয় দামোদর উপত্যকায়। এ বিষয়ে বিধানসভার অধিবেশনে সরব হবেন বলেও জানান অগ্নিমিত্রা।

উল্লেখ্য,বার্নপুরে দামোদরের উপরে দক্ষিণ-পূর্ব রেলের আসানসোল থেকে পুরুলিয়াগামী রেলসেতুটির স্তম্ভ সংস্কারের কাজ শুরু হয়েছে সম্প্রতি। রেলের আদ্রা ডিভিশন সূত্রে জানা গিয়েছে, সেতুটির প্রায় পাঁচটি স্তম্ভের নীচের দিকের অংশ জলের তোড়ে কিছুটা ক্ষয়ে গিয়েছে। সেগুলি সংস্কার করা হচ্ছে। রবিবার এই সংস্কারের কাজ দেখতে যান বিধায়ক অগ্নিমিত্রা এবং তার পরেই বালি পাচার নিয়ে সরব হন তিনি।

অন্যদিকে বিধায়িকার এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা তথা কাউন্সিলর অশোক রুদ্র পাল্টা দাবি করেন অগ্নিমিত্রা পাল বাজার গরম করার জন্য মাঝে মাঝে এই ধরণের কথা বলে থাকেন। এর কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “রেল ব্রিজ বিপজ্জনক অবস্থায় থাকলে রেলকে বলুন। আর বালি পাচার নিয়ে আন্দোলন আমরা করেছিলাম। কারণ আমাদের দলের দুই সমর্থক বালির গাড়ি চাপা পড়ে মারা গিয়েছিলেন। তখন থেকে আর এই বার্ণপুর এলাকা দিয়ে কোনো বালির গাড়ি যায় না। উনি রাজনীতি করার জন্য এই সব কথা বলছেন।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments