নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- পৌষ লক্ষীর বিদায়ের সঙ্গে সঙ্গে কনকনে শীতে কুয়াশার চাদরে ঢাকা দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গা এদিন খুব ভোর থেকেই ধর্মভীরু বাঙালি মকরের পূর্ণ স্নানের জন্য হাজির হয়েছিলেন শিল্পাঞ্চলের আশেপাশে থাকা সমস্ত বড় নদ নদী গুলিতে। দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহামিলন মেলা জয়দেব কেন্দুলী মেলা। কথিত আছে আজকের দিনে মহাকবি জয়দেবের ডাকে সাড়া দিয়ে অজয় অজয় নদে বেয়ে এসেছিলেন মা গঙ্গা স্বয়ং। আর আজকের দিনের এই পূর্ণ স্নানের জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন জয়দেব কেন্দুলী সংলগ্ন মেলা প্রাঙ্গণে। খুব ভোর থেকে কয়েক হাজার মানুষ অজয় নদীতে পূর্ণ স্নান করে রাধা মাধবের মন্দিরে পুজো দিয়ে শুরু করেন তাদের মকর সংক্রান্তির পূর্ণ পরব।
এদিন জয়দেব কেন্দুলী মেলা এলাকায় কয়েক লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল। লাখো লাখো মানুষ পূর্ণ স্নান করে রাধামাধবের মন্দিরে পূজা দিতে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন । জয়দেব কেন্দুলীর এই বিখ্যাত মেলাতে প্রায় আড়াইশো (২৫০)টির বেশি হিন্দু আখারা অংশগ্রহণ করছেন এবং সকাল থেকেই সেইসব আখড়াগুলি থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে পূর্ণার্থীদের মধ্যে। জয়দেব কেন্দুলী মেলাতে হরেক রকম প্রসারা নিয়ে হাজির মেলার বিভিন্ন দোকানদাররা। জয়দেব কেন্দুলী মেলা কমিটির উদ্যোগে চলছে কীর্তন ও হরিনাম। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের পক্ষ থেকে আকাশ পথে ড্রোন উড়িয়ে এবং জলপথে নৌকো নিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে মেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে। রাজ্য পুলিশের শতাধিক পুলিশ কর্মী ও স্বেচ্ছাসেবক এদিন মেলা প্রাঙ্গণকে ঘিরে তাদের পরিষেবা প্রদান করছেন। জয়দেব মেলা কমিটির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার বাসিন্দারাও পূর্ণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আজ সকাল থেকেই জয়দেব কেন্দুলী মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে এক মহা মিলনক্ষেত্র।