eaibanglai
Homeএই বাংলায়বিশ্ব নারী দিবস উপলক্ষে স্বনির্ভর মহিলাদের সম্মান

বিশ্ব নারী দিবস উপলক্ষে স্বনির্ভর মহিলাদের সম্মান

সংবাদদাতা, আসানসোল:- আসানসোল বিএনআর-এ অবস্থিত কফি হাউসে বুধবার এসসিএসটি ওবিসি সংখ্যালঘু ফোরামের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর পিঙ্কি পল মন্ডল জানান যে তার সংস্থা বিশ্ব নারী দিবসের আয়োজন করবে ৮ মার্চ। নারী দিবস উপলক্ষে বরাকর প্রত্যক্ষেশ্বরী মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে যাতে শিল্পাঞ্চলের নারীদের আত্মনির্ভরশীল করার জন্য কাজ করা হবে।তিনি বলেন, এই নারী দিবস উপলক্ষে তিনি সেই সব প্রতিশ্রুতিশীল মহিলাদের কাছে পৌঁছাতে চান, যারা তাদের ভাগ্য এবং তাদের পরিবারের ভবিষ্যত তাদের নিজস্ব শক্তিতে তৈরি করছেন। তাদের আত্মবিশ্বাস ও মনোবল বাড়াতে সাহায্য করতে হবে। পিংকি আরও বলেন, আগামী সময়ে সংগঠনের পক্ষ থেকে তিনি চেষ্টা করবেন দরিদ্র শিশুদের বিনামূল্যে স্কুলে ভর্তি ও শিক্ষা দেওয়ার। সরকারের তরফে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদানের যে নিয়ম আছে তা প্রকাশ্যে আনতে হবে যাতে বহু শিশু সেই সুবিধা পেতে পারে। সমাজ ও সমাজের উন্নতির জন্য সংগঠনের তরফে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাহুল বাউরি সভাপতি SCST ওবিসি সংখ্যালঘু ফোরাম, মালা মাজি, মণীশ বারনাওয়াল, মঞ্জু কুমারী, রিমা গড়াই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments