eaibanglai
Homeএই বাংলায়আড্ডার নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

আড্ডার নবনিযুক্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

সন্তোষ মণ্ডল,আসানসোল,দুর্গাপুরঃ- সম্প্রতি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান পদে দায়িত্ব পাওয়া কবি দত্তকে সোমবার সংবর্ধনা জানাল তৃণমূলের জেলা নেতৃত্ব। এদিন আসানসোলের জিটি রোড সংলগ্ন তৃণমূল কার্যালয়ে রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুর নেতৃত্বে সংবর্ধিত করা হয় এডিডির চেয়ারম্য়ানকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র, শিবানন্দ বাউরি, ববিতা দাস, রাকেশ শর্মা, আবু কারনাইন, বিশ্বরূপ গাঙ্গুলি প্রমুখ।

অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার লাগাম তুলে দিয়েছেন যার হাতে তার নেতৃত্বে আসানসোল ও দুর্গাপুর দুটি শহরের উন্নয়নের কাজ দ্রুত হবে। ভি শিবদাসন ওরফে দাসুকে ধন্যবাদ জানিয়ে কবি দত্ত বলেন, আমি একেবারে অরাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সবাইকে নিয়ে আমার দায়িত্ব ভালোভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো।

অন্যদিকে আড্ডার চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর সোমবার কবি দত্তের নেতৃত্বে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান জানান এদিনের বৈঠকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে। পর্ষদে কর্মরত কর্মচারীদের আবাসনে পানীয় জল বিদ্যুৎ সহ বেশ কিছু সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। একই সাথে পর্ষদের কর্মরত অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো বিষয়ক আলোচনা করা হয়। অন্যদিকে বেশকিছু কমার্শিয়াল জমির নাম ট্রান্সফার সহ দীর্ঘদিন ধরে পড়ে থাকা জমিতে কোন উন্নয়ন না হওয়ার বিষয়েও আলোচনা করা হয়। কন্যাপুর এলাকায় এডিডিএ এর জমি নিয়ে এখনো পর্যন্ত উন্নয়নমূলক কাজ করে উঠতে পারেনি সেই সমস্ত সংস্থাগুলির সম্পর্কে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কি ভাবছেন তা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সেই বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে। যদি সংস্থাগুলির জমি নিয়ে কোন উন্নয়নমূলক কাজ না করে তাহলে সেই জমি আলোচনার মাধ্যমে ফেরত দেওয়ার কথাও বলা হবে জানান তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments