সংবাদদাতা,আসানসোলঃ– এক যুবকের হুগলি থেকে পায়ে হেঁটে কেদারনাথে যাত্রা। এই যুবক প্রায় ১৬০০ কিলোমিটার পায়ে হেঁটে পথযাত্রা করবে। যুবকটির নাম অরিন্দম দাস। গাছ লাগাও জীবন বাঁচাও এটাই তার লক্ষ্য বা সমাজিক বার্তা।
এবিষয়ে অরিন্দম দাস দাস বলেন, সবাই গাড়ি বাস ট্রেন প্রভৃতি যানবাহন দিয়ে কেদারনাথ যাত্রায় যায়। কিন্তু আমি পায়ে হেঁটে বাবার দরবারে যেতে চাই। এবং সাধারণ মানুষকে জানাতে চাই গাছ লাগাও জীবন বাঁচাও। কারণ দেশের মানুষ দেখেছে করোনা কালে অক্সিজেনের অভাব।
তাছাড়া এদিন কুলটি সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে অরিন্দম দাসকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন বিজেপি নেতা বলেন, এই যুবকের উদ্যোগকে সন্মান জানাই। তিনি পায়ে হেঁটে কেদারনাথ যাচ্ছেন।

