সঙ্গীতা চৌধুরীঃ- ব্রাহ্মণদের উপাস্য মন্ত্র হলো গায়ত্রী মন্ত্র আর এই গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন গায়ত্রী দেবী। গায়ত্রী দেবীকে বেদ মাতা বলা হয়, কারণ এই মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবার জপ করলে মুক্তি লাভ হয়। গায়ত্রী মন্ত্র হলো এমন একটি মন্ত্র যে মন্ত্র দিয়ে শুধু পূজাই করা যায় না, গায়ত্রী মন্ত্রকেও পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস ও বৈদিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এই গায়ত্রী মন্ত্র কোন মানুষের দ্বারা রচিত নয়, এটি ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের কাছে প্রকাশিত। হিন্দু ধর্ম অনুযায়ী এই মন্ত্র এবং এই মন্ত্রের আরাধ্যাকে অভিন্ন জ্ঞান করা হয়। ব্রাহ্মণরা প্রতিদিন এই মন্ত্র জপ করেন। গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী গায়ত্রী দেবীর মন্দির রয়েছে হুগলির ব্যান্ডেলে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে গিয়ে বেদমাতা গায়ত্রী দেবীকে দর্শন করলে পাপমুক্ত হয় মানুষ।
হুগলির ব্যান্ডেলের রাজহাটে রয়েছে এই গায়ত্রী আশ্রম। স্থানীয় মানুষের কথায় এই আশ্রমটি গায়ত্রী দেবীর মন্দির রূপে পরিচিত। ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টোটো করে মাত্র ৫ কিঃমিঃ দূরে থাকা এই গায়ত্রী দেবীর মন্দির বা আশ্রমে একবার গেলে আপনার বারবার যেতে মন চাইবে,কারণ এই মন্দিরের পরিবেশের মধ্যে রয়েছে এক শান্ত আর স্নিগ্ধ আবহাওয়া। সকাল সন্ধ্যা যে গায়ত্রী মন্ত্র জপ করেন সেই দেবীকে দর্শন করতে হলে অবশ্যই আপনাকে একবার রাজহাটে যেতে হবে, সেখানে দেবী মূর্তি দর্শনের পর গায়ত্রী মন্ত্র জপ করুন, নিশ্চিতভাবে মন শান্ত হবে।