নিজস্ব সংবাদদাতা,হুগলিঃ- অসহায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে ঢিল ছুঁড়ে তার চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল হুগলির শ্রীরামপুরের চাতরায়। প্রতিবাদে সরব হয়েছে নাগরিক সমাজ। দোষীদের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
জানা গেছে গত ১১ তারিখ স্থানীয় একটি দোকানের কর্মচারী শ্যামল পাল গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন। সেই সময় গঙ্গার পারেই একটি ছাপা কারখানার কর্মীরা তাকে উত্যক্ত করতে ঢিল ছুঁড়তে থাকে। তারই মধ্যে থেকে একটি ঢিল শ্যামল পালের চোখে লাগে ও তার চোখটি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই গুরুতর জখম শ্যামল পালকে হাসপাতালে নিয়ে যান ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অন্যদিকে ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। স্থানীয়রা জানান শ্যামল সামান্যতম মানসিক ভারসাম্যহীন হলেও স্থানীয় কোনো মানুষকে কোনো রকম বিরক্ত করেন না। তার কেউ নেই, পথেই বড় হয়েছেন এবং স্থানীয় ব্যবসায়ী রঘুনাথ মোদকের দোকানে কাজ করে জীবন যাপন করেন। এহেন নিরীহ অসহায় মানুষের সাথে এমন অমানবিক আচারণ কেন করা হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এখন এই অসহায় মানুষটা কি করবে, তার চিকিৎসাই বা কীভাবে চলবে সেই নিয়ে চিন্তিত স্থানীয় মানুষজন।
চাতরা নাগরিক সমিতি ও চাতরা ব্যবসায়ী সমিতি যৌথভাবে স্থানীয় নাগরিকদের সাথে নিয়ে এদিন চাতরা পুলিশ ফাঁড়িতে যান ও এবিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান। সমিতির পক্ষে প্রবীর চ্যাটার্জি জানান, চাতরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অমানবিকতার বিরুদ্ধে এক হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তিনি আশা করেন প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবে। অন্যদিকে চাতরা নাগরিক সমিতির পক্ষে কৌস্তভ চৌধুরী জানান, এই অমানবিকতা বিরুদ্ধে সাধারণ মানুষ আজ রাস্তায় বেরিয়েছেন, প্রশাসনের কাছে তিনি অনুরোধ করেন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নেবার জন্য। পাশাপাশি আগামী দিনে যাতে এই ধরণেক অমানবিক ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।