eaibanglai
Homeএই বাংলায়দামোদরের জল ঢুকে প্লাবিত হুগলির বিস্তীর্ণ এলাকা

দামোদরের জল ঢুকে প্লাবিত হুগলির বিস্তীর্ণ এলাকা

সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বর:– ডিভিসির ছাড়া জলে প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক জেলা। বর্ধমান,বাঁকুড়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও হুলগির একাধিক এলাকা দামোদরের জল ঢুকে প্লাবিত হয়েছে। এদিন হুগলির পুরশুড়া ব্লকে প্লাবন  পরিস্থিতি খতিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পুরশুড়া ছাড়াও হুগলির কাড়ারিয়া সহ কেশবচক, নছিপুর,মোহনবাটি তথা পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কেশবচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উমাশশী কেশবচক প্রাথমিক বিদ্যালয় এবং নছিপুর হাই স্কুল জলমগ্ন। জলের তলায় চলে গেছে চাষযোগ্য বিস্তীর্ণ এলাকার জমি। জলবন্দি অবস্থায় বিপাকে পড়েছেন বহু মানুষ। অনেকেই খাবার ও পানীয় জলের সমস্যার কথা জানিয়েছেন। এখন কবে এই জল নামে সেই অপেক্ষায় দিন গুনছেন এলাকার মানুষ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments