সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ– আজ বৃহস্পতিবার তারকেশ্বর তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের তরফ থেকে বন্যাপরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হল। তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের কাশিকানন্দ মহারাজ নিজে উদ্যোগ নিয়ে এই বিষয়টি সম্পন্ন করেন। হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতিতে ২০০ জন মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। নতুন শাড়ি থেকে শুরু করে খাদ্যদ্রব্য বিতরণ করা হয় বন্যা কবলিত সকল মানুষকে।
এই বন্যা পরিস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে কাশিকানন্দ মহারাজ বলেন, “আমরা বন্যা পরিস্থিতিতে মানুষের যাতে দুঃখ কষ্ট একটু কম হয় তার জন্য সামান্য কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করেছি। আর ভগবানের কাছে প্রার্থনা করছি ঠাকুর যেন এনাদের সকলের দুঃখ-কষ্ট দূর করে দেন, এনাদের যেন মঙ্গল হয়।”