সঙ্গীতা চৌধুরী, হুগলিঃ- জগদ্ধাত্রী পুজোর বিজয়া কেটে গেছে নয় দিন হলো, প্রায় সব জায়গাতেই মায়ের বিসর্জন হয়ে গেছে, তবে বিজয়া মিটে গেলেও মা জগদ্ধাত্রী এখনো ছিলেন আতড়ার জগদ্ধাত্রী
বাড়িতে,আজ কাত্যায়নী ব্রতের দ্বিতীয় দিনে মায়ের বিসর্জন হলো।
গত ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে একমাসব্যাপী কাত্যায়নী ব্রত,এই ব্রত শেষ হবে আগামী২৬ ডিসেম্বর। এই কাত্যায়নী ব্রতের মধ্যে আজ অর্থাৎ ২৯ নভেম্বর আতড়ার ব্যানার্জী বাড়িতে জগদ্ধাত্রী মায়ের ঘট বিসর্জন হলো। হুগলির আতড়ার ব্যানার্জী বাড়িতে মা জগদ্ধাত্রী অষ্টমী নবমী পূজিতা হওয়ার পর বিজয় দশমীতে বিসর্জিত হন, কিন্তু বিজয়াতে মায়ের বিসর্জন হলেও মায়ের প্রধান ঘটটা নয় দিন ব্যানার্জী বাড়িতেই থাকে,নয় দিনের পরে এই ঘটটা বিসর্জন করা হয়।
এই প্রথা সম্পর্কে ব্যানার্জী বাড়ির ছেলে অনির্বাণ ব্যানার্জী বলেন,“বিজয়ার ঠিক পরে আমাদের মায়ের প্রধান ঘটটা নয় দিন থাকে আর নয় দিন পরে ঘটটা বিসর্জন করা হয়। তার মানে মা চলে গেলেও মায়ের ঘটটা থাকে, মা আমাদের বাড়িতে আরো ৯ দিন বেশি থেকে যান এটা আমরা মনে করি আর এটা আমাদের পূর্বপুরুষদের প্রচলিত প্রথা। তো সেই জন্য বিজয়ার ঠিক নয় দিন পরে আজকে ঘট বিসর্জন হলো। এইরকমটাই প্রতি বছর হয়। এই ৯ দিনের মধ্যে আমরা পেঁয়াজ, রসুন, ডিম ,মাংস খাই না, মাছটা খাওয়া যায়, তবে পেঁয়াজ রসুন ছাড়া।”