eaibanglai
Homeএই বাংলায়নিজের জন্মদিনে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করলেন চিকিৎসক

নিজের জন্মদিনে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করলেন চিকিৎসক

নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, হরিপাল, হুগলি -: ইচ্ছে করলেই নিজের জগতের বিখ্যাত সব চিকিৎসক সহ অন্যান্য সব বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিজের জন্মদিন পালন করতে পারতেন হুগলির বিখ্যাত চিকিৎসক ডা. সুজিত কুমার ভট্টাচার্য্য। কিন্তু বিগত দু’বছরের মতন এবারেও তিনি নিজের জন্মদিনে হুগলির হরিপালের ‘এসো বন্ধু হই’ স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত ‘মুক্তধারা’ প্রকল্পের অসহায় শিশুদের স্বাস্থ্যপরীক্ষার পাশাপাশি তাদের ঔষধ প্রদান করেন। দেওয়া হয় খেলনা, চপ্পল এবং সাথে মিষ্টিমুখ করানো হয়।

ডা. ভট্টাচার্য্য বলেন, সতীর্দের সঙ্গে জন্মদিন পালন করলে হয়তো অনেক দামি উপহার পেতাম। কিন্তু পেতামনা এইসব শিশুদের স্বর্গীয় হাসি। এগুলো যেকোনো পার্থিব উপহারের থেকে অনেক বেশি মূল্যবান। আমি খুব খুশি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments