সৌভিক সিকদার, হরিপাল, হুগলী -: যে রাঁধে সে যে চুলও বাঁধতে পারে তার প্রমাণ রাখলেন হুগলীর মন্দিরা মুখার্জ্জী ও রাসমণি ব্যানার্জ্জী – প্রথম জন হলেন সাহিত্যচর্চা গোষ্ঠী ‘মনের কথা কলম পরিবার’ এর সভাপতি এবং অপরজন হলেন সম্পাদক। সম্প্রতি সংশ্লিষ্ট সাহিত্য পরিবারের উদ্যোগে হুগলীর ‘হরিপাল পরিমল অ্যাকাডেমি’ -তে আয়োজিত একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় শতাধিক কবির সৃষ্টি সমৃদ্ধ পত্রিকা গোষ্ঠীর বার্ষিক ‘উৎসর্গ’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচিত হয়। এটি হলো চতুর্থ সংখ্যা।
অনুষ্ঠানে উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সাহিত্যের বিভিন্ন দিক সম্পর্কে প্রবীণদের মননশীল আলোচনা একসময় অনুষ্ঠানটিকে অন্য উচ্চতায় পৌঁছে দেয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্যপ্রেমী তৃপ্তি প্রামাণিক। তার সরস আলোচনা অন্য মাত্রা এনে দেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অজিত কোলে। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. মৈনাক দে, ডা. রেণুপদ ঘোষ, শুভ্রা ঘোষ দে সহ অন্যান্যরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে অতিথিদের বরণ করা হয়। উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাসমণি দেবী বলেন, আমি সত্যিই খুব খুশি। আশাকরি আগামীদিনেও প্রত্যেককে পাশে পাব।





