নীহারিকা মুখার্জ্জী চ্যাটার্জ্জী, হরিপাল, হুগলী -: নির্ভয়া থেকে অভয়া- দেশে হঠাৎ যেন বেড়ে গেছে নারী নির্যাতন। ৮ মাসের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা – কেউই রেহাই পাচ্ছেনা ধর্ষকদের হাত থেকে। বাস্তবে প্রতিটি মহিলাকে নিরাপত্তা দেওয়া পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে একটাই উপায় প্রতিটি মহিলার আত্মরক্ষার কৌশল আয়ত্ব করা। এবার তাদের জন্য এগিয়ে এলো হুগলীর হরিপালের “তায়কোয়ান্দো অ্যাকাডেমি অফ হরিপাল’ নামে একটি সংস্থা।
সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে এলাকার মহিলাদের আত্মরক্ষা, আত্মবিশ্বাস, সচেতনতা বৃদ্ধি ও মানসিক গঠনের লক্ষ্যে আগামী ২৯ ও ৩০ মার্চ সম্পূর্ণ বিনামূল্যে দু’দিন ব্যাপী একটি শিবিরের আয়োজন করা হয়েছে। হরিপালের খামারচন্ডী চৌধুরীপাড়ার কালচারাল সমিতির মাঠে আয়োজিত এই শিবির সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টা এবং বিকেল ৩ টে থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। আর্থিক কারণে আপাতত হরিপাল ব্লকের ১০ বছর থেকে শুরু করে যেকোনো বয়সের কিশোরী, তরুণী, বিবাহিতা, অবিবাহিতা, গৃহবধূরা এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে পারবে। এরজন্য উদ্যোক্তারা এলাকার মহিলাদের নিজ নিজ নাম লিপিবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত গত ২৯ বছর ধরে ক্যারাটেতে ব্ল্যাক বেল্টের অধিকারী অনির্বাণ ভট্টাচার্য্য ব্যক্তিগত প্রচেষ্টায় এখানে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। তার হাতে তৈরি ছাত্ররা এখন বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ করছেন।
অ্যাকাডেমির অন্যতম ক্ষুদে শিক্ষার্থী বছর তেরোর রাই বললেন, আমি এখানে অনেকদিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছি। দু’দিনের জন্যে হলেও এবার আমার বান্ধবীদের পাশে পাব। খুব ভাল লাগছে।
অনির্বাণ বাবু বললেন, এলাকার যেসব মহিলার পক্ষে সারাবছর প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয় তাদের জন্য অনেকদিন ধরেই এইধরনের একটা শিবির করার ইচ্ছে মনের মধ্যে ছিল। অবশেষে সবার সহযোগিতায় সেই ইচ্ছে পূরণ হতে চলেছে।
শিবিরের অন্যতম উদ্যোক্তা অন্বয় দে বললেন, দু’দিনের শিবিরে সব কিছু শেখানো যাবেনা ঠিকই কিন্তু আত্মরক্ষার জন্য প্রাথমিক পাঠ ও মানসিক দৃঢ়তার শিক্ষা অবশ্যই সমস্ত শিক্ষার্থী পাবে।





