সঙ্গীতা চ্যাটার্জী:- জ্যোতিষ শাস্ত্র মতে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় কখন আর এই হোলির দিন কীভাবে আগুনে রাশি অনুযায়ী কিছু জিনিস সমর্পণ করে ভাগ্য বদলাবেন? তা জানেন? হোলিতে ভাগ্য বদলানোর এই সমস্ত টিপস জানতে আমরা শরণাপন্ন হয়েছিলাম জ্যোতিষ শ্রী পঙ্কজ শাস্ত্রীর কাছে। তিনি বলেন,“২৪শে মার্চ রাত্রি ১১ টা থেকে ২৫শে মার্চ রাত্রি ১২:২৭ মিনিট পর্যন্ত হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময়। এই ন্যাড়া পোড়ানোর সময় রাত্রিতে রাশি অনুযায়ী কতগুলি দ্রব্য আগুনে অর্পণ করলে ভাগ্য ফিরবে আপনারও”
এই দিন রাত্রিতে রাশি অনুযায়ী কোন দ্রব্যগুলি আগুনে অর্পণ করতে হবে সেগুলিও পঙ্কজ শাস্ত্রী বলে দেন। তার কথায়-
মেষ রাশি:- আঁখের গুড় – সুখ ও সমৃদ্ধির জন্য।
বৃষ রাশি:- মিছরি – কেরিয়ারে উন্নতি ও ব্যবসার প্রসার।
মিথুন রাশি :- গম ও ছোলা-পজিটিভ চিন্তা।
কর্কট রাশি:- চাল, সাদা তিল, মৌরী – নেগেটিভ চিন্তা দূর হবে।
সিংহ রাশি:- যব, ধূনা, গুড় – পজিটিভ চিন্তা।
কন্যা রাশি:- পান পাতা, ছোট এলাচ – কর্মে শুভ প্রভাব।
তুলা রাশি:- কর্পূর – আর্থিক উন্নতির জন্য।
বৃশ্চিক রাশি:- কালো তিল – আর্থিক সমস্যা মুক্ত হতে।
ধনু রাশি:- ছোলার ডাল – পরিবারে অনুকূল ফললাভ।
মকর রাশি:- কালো তিল ও লবঙ্গ – সকল বাধা দূর করতে।
কুম্ভ রাশি:- জীবনে শান্তিলাভ – কালো সরষে।
মীন রাশি:- হলুদ সরষে – সুখ ও সমৃদ্ধির জন্য।