eaibanglai
Homeএই বাংলায়দীর্ঘ দিন হোষ্টেল বন্ধ সমস্যায় ছাত্রীরা

দীর্ঘ দিন হোষ্টেল বন্ধ সমস্যায় ছাত্রীরা

সংবাদদাতা, বাঁকুড়াঃ- এই অভিযোগ তুলে সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুর পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের হোষ্টেলের আবাসিক ও তাদের অভিভাবকরা জেলাশাসকের দপ্তরে নিজেদের সমস্যার কথা জানাতে এসেও ফিরে যেতে হলো তাদের। কারণ দেশ জুড়ে চলা ‘করোনা আতঙ্কে’র জেরে এদিন তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা শাসকের আদেশানুসারে কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত, বিষ্ণুপুরের পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের আভ্যন্তরীণ সমস্যার জেরে সম্প্রতি হোষ্টেল বন্ধ রয়েছে। সবচেয়ে বেশী সমস্যায় পড়েছেন ও পড়ছেন আবাসিক মাধ্যমিক ও উচ্চ পরীক্ষার্থীরা। এ দিন হোষ্টেল পুনরায় চালুর দাবীতে প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে জেলা শাসকের দপ্তরে আসেন সমস্ত আবাসিক ও তাদের অভিভাবকরা। ঐ হোষ্টেলের আবাসিক সুমিতা সরেন, শ্রাবণী সরেনরা বলেন, গত ২০ ফেব্রুয়ারী থেকে আমাদের হোষ্টেল বন্ধ। ঠিক কি কারণে বন্ধ আমাদের কিছুই জানানো হয়নি। এই অবস্থায় তাদের বাড়ি থেকে যাতায়াত করে স্কুলে আসতে হচ্ছে। ফলে পড়াশুনার ভীষণ সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছে। অভিভাবক লখীন্দ্র মাণ্ডি বলেন, গত ২০ ফেব্রুয়ারী থেকে স্কুলের হোষ্টেল বন্ধ। যে ক’জন আবাসিক মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারা বাড়ি থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই সমস্যা। সমস্যা সমাধানের উদ্দেশ্যে বিষয়টি জেলা শাসক কে জানাতে এসেও জানানোর সুযোগ না পেয়ে তাদের ফিরে যেতে হচ্ছে বলে তিনি জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments