সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- বাইরে বেরোলে সূর্যের প্রখর তাপ আর ঘরের মধ্যে ঢুকলে মনে হচ্ছে যেন জ্বলন্ত আগ্নেয়গিরি, কিন্তু সকলের ঘরে তো এসি নেই তাহলে উপায়? অসহ্য গরমে ঘর ঠান্ডা রাখতে কী করবেন শুনে নিন। অসহ্য গরমে ঘর ঠান্ডা রাখার জন্য অনেকেই এয়ারকন্ডিশন লাগান কিন্তু যাদের এয়ারকন্ডিশন লাগানোর সামর্থ্য নেই আর গরমের কষ্টে জীবন আনচান করছে তারা এসি ছাড়াই ঘর কীভাবে ঠান্ডা রাখবেন ? চলুন জেনে নিন নিম্নলিখিত উপায় গুলি-
১। প্রথমে কয়েক বালতি ঠান্ডা জল নিয়ে জানলার নীচে রাখতে হবে তারপর তাতে পর্দার নীচের অংশটা ডুবিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিন এতে গোটা ঘর ঠান্ডা হয়ে যাবে।
এছাড়া আরও একটা কাজ করতে পারে জানলার পর্দা গুলো একটু জল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দিন দেখবেন ঘরটা কেমন ঠান্ডা হয়ে যাবে।
২। ঘর গরম হয়ে গেলে আমি সচরাচর যেটা করি সেটা বলি বেশ কয়েকটা সুতির কাপড় ভিজিয়ে দিয়ে তারপর সেটাকে কয়েকটা চেয়ারের ওপরে মেলে দিই, কখনো কখনো মেঝেতেও মেলে দিই তারপর ফ্যান চালিয়ে দিই এতেই ঘর ঠান্ডা হয়ে যায়।
৩। ঘরের মেঝেতে কয়েকটা মাটির কলসীতে জল রেখে সিলিং ফ্যানের বরাবর রেখে দিতে হবে ,তাহলেই ঘরটা ঠান্ডা হয়ে যাবে।
৪। গরমকালে বাথরুমের দরজাটা খোলা রেখে মেঝেতে কয়েক লিটার জল ঢেলে ফ্যান চালিয়ে দেন।
৫। ঘর ঠান্ডা করবার জন্য বিদ্যুৎ ছাড়াই বোতলের এয়ার কুলার বানিয়ে নিতে পারেন, এর জন্য কয়েকটি প্লাস্টিকের বোতল জোগাড় করে বোতল গুলি মাঝ বরাবর কেটে শক্ত কার্ড বোর্ডে গেঁথে দিন, এমন ভাবে বোতল গুলি ঝুলিয়ে দিন যাতে বড় অংশটি বাইরে থাকে আর ছোট অংশটি ভিতরে থাকে,সেই বোর্ড জানালাতে ঝুলিয়ে দিন।
৬।সূর্যাস্তর পর জানলা খুলে দিন,আর চেষ্টা করবেন দিনের বেলা বেশি করে বাল্ব না জ্বালানোর, এতে ঘর ঠান্ডা থাকবে।
৭। টিভি, মোবাইল চার্জারের মতো যন্ত্রাংশগুলি ব্যবহার না করলে সুইচ থেকে খুলে রাখবেন কারণ বোর্ডে এইগুলি সংযুক্ত করে রাখলেও ঘর গরম হয়ে যায়।
৮। বিছানায় সাদা ও হালকা রঙের চাদর পাতুন আর চেষ্টা করুন সাদা বা হালকা রঙের সুতির ঢিলেঢালা পোশাক পরুন