সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ সীতা নবমী বা জানকী নবমী, আজ দেবী সীতার আবির্ভাব তিথি।সনাতন ধর্মে এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। রামনবমীর ঠিক এক মাস পরেই হয় সীতানবমী। এইবছর সীতা নবমী পরেছে বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ আজ ২৯ শে এপ্রিল ২০২৩। দেবী সীতা ছিলেন জনমদুখিনী, হিন্দু শাস্ত্র অনুযায়ী মিথিলার জনক একবার ক্ষেত চাষ করবার সময় এক কলসির মধ্যে একটি শিশুকন্যাকে পান। ধার্মিক রাজা জনক এই শিশু কন্যাকে নিজের কন্যা রূপে গ্রহণ করেন এবং তার নাম দেন সীতা। সীতা ছিলেন জনমদুখিনী, রামচন্দ্রকে বিয়ে করার পর পরই রামচন্দ্রের সাথে তাকে দীর্ঘ ১৪ বছরের জন্য বনবাসে যেতে হয়। তারপর সেই বনবাস পর্বের মধ্যেই রাবণ কর্তৃক অপহৃত হন। এরপর নিজের শুদ্ধতা প্রমাণ করবার জন্য মোট তিনবার তাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। শেষবার তিনি ভূমির মধ্যে প্রবেশ করে প্রমাণ করে দিয়েছিলেন তিনি আক্ষরিক অর্থেই ভূমিজা।
দেবী হওয়া সত্ত্বেও সমগ্র জীবনভর তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছিলেন। তাঁর জীবন দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। কীভাবে সাধারণভাবে জীবন যাপন করতে হয় তা বুঝতে পারি। একই সাথে এও বলা হয় যে দেবী হয়েও নিরপরাধ হয়েও নিজে শুদ্ধতা প্রমাণ করবার জন্য তিনি অগ্নিপরীক্ষা দিয়েছিলেন। এই কারণেই নারী জাতিকে যুগের পর যুগ ধরে অগ্নিপরীক্ষা দিতে হয় কখনো সমাজের কাছে কখনো স্বামীর কাছে কখনো বা সন্তানের কাছে।
সীতা নবমীর দিন ভক্তরা মা সীতাকে খুশি করবার জন্য মূলত রাম সীতার পুজো করেন। কিছু ভক্ত আবার রামায়ন পাঠ করেন। অযোধ্যার মন্দিরে এই দিনটি অত্যন্ত সমারহের সাথে পালিত হয়।