সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ সরস্বতী পূজা, স্কুল থেকে কলেজ সর্বত্রই পূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে যুবক-যুবতীরা। সরস্বতী পুজোর আরেকটা অন্য নাম ভালোবাসার দিন। আর এই দিনটাকে সকলেই নিজের মত করে উপভোগ করছেন। আজকের দিনে ছাত্র-ছাত্রীরা মা সরস্বতীর কাছে নিজের ভালো, সকলের ভালো এবং যাতে পড়াশোনা ভালো হয় সেই প্রার্থনাই জানায়। তবে সরস্বতী পুজো মানে যুবক-যুবতীদের কাছে একটা অন্যরকম মাত্রা এনে দেয়। কেমন কাটলো আজকের এই দিনটা জানতে এই যেমন আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছে বিষ্ণুপুর শহরের রামানন্দ কলেজে। কেমন কাটছে কলেজের এবছরের সরস্বতী পুজো কতটা আনন্দ উপভোগ করছে যুবক-যুবতীরা শুনবো তাদের কাছ থেকে। অঙ্কিতা চৌধুরী নামে এক কলেজ পড়ুয়া বলেন, প্রতিটা যুবক-যুবতী আজকের এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। বন্ধু বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়া আবার কেউ কেউ প্রেমিক-প্রেমিকাদের সাথে ঘুরতে বেরোয়। এছাড়াও তিনি বলেন সরস্বতী পুজো হচ্ছে বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে।