eaibanglai
Homeএই বাংলায়করোনা আতঙ্ক কে উপেক্ষা করে আধার কার্ড করতে বাঁকুড়া হেড পোস্ট অফিস...

করোনা আতঙ্ক কে উপেক্ষা করে আধার কার্ড করতে বাঁকুড়া হেড পোস্ট অফিস লম্বা লাইন সাধারণ মানুষের

সংবাদদাতা, বাঁকুড়াঃ- রাজ্য সরকার ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন একজায়গায় অনেক মানুষ জমায়েত নিষিদ্ধ। কিন্তু আমাদের ক্যামেরায় এমন এক চিত্র উঠে এল যা দেখলে রীতিমতো আঁতকে উঠবে সকলেই। মাচানতলা সংলগ্ন বাঁকুড়া হেড পোস্ট অফিস আধার কার্ড করানোর জন্য সকাল থেকেই লম্বা লাইন সাধারণ মানুষের। লাইনে এত ভিড় সাধারণ মানুষের ফলে তৈরী হয় তীব্র যানজট। রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। তবে আজ একসঙ্গে হাজার হাজার মানুষের এই জমায়েত করণা আইনকে লঙ্ঘন করছে তা বলার অপেক্ষা রাখে না। তবে একসঙ্গে এত মানুষের ভিড় কী কারণে তা বুঝে উঠতে পারছে না পোস্ট অফিস কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে ৩১ শে মার্চের আগে আধার কার্ড প্যান কার্ড সংশোধন করতে হবে সে কারণেই এই রেকর্ড সংখ্যক ভিড়। রুদ্রশংকর দাস নামে আধার কার্ড করাতে আসা এক ব্যক্তি বলেন, সব জায়গায় বন্ধ হয়ে গিয়েছে এখানে আধারকার্ড হচ্ছে তাই সকাল সাতটা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। করোনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ভয় তো লাগছে কিন্তু তারপরও সাবধানে থাকছি। বিনায়ক চক্রবর্তী নামে অপর এক ব্যক্তি বলে, মনে করেছিলাম করোনা আতঙ্কে এখানে ভিড় থাকবে না কিন্তু এখানে এসে দেখছি এখানে সব থেকে বেশি ভিড়। মানুষ তো মৃত্যুকে ভুলে গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments