সংবাদদাতা, পানাগড়ঃ- কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে বনকাটি এলাকায় অজয় নদের ঘাট থেকে বে আইনিভাবে অতিরিক্ত বালি বোঝাই দুটি লরি আটক করল গতকাল রাত্রে। পাশাপাশি দুটি লরির চালক এবং খালাসি সহ তিনজনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই পুলিশ গাড়ী চালক এবং খালাসি কে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।