মনোজ সিংহ, দুর্গাপুরঃ- ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরে আজ শুভ উদ্বোধন হলো তৃতীয় এশিয়ান সিম্পোজিয়াম ২০২৪। এই অনুষ্ঠানটি চলবে আজ ২৯ শে ফেব্রুয়ারি থেকে আগামী ২রা মার্চ অবধি। আজ দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্গাপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই তৃতীয় এশিয়ান সিম্পোজিয়ামের উদ্বোধন হয় । এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর এন আই টি ডাইরেক্টর অধ্যাপক অরবিন্দ চৌবে মহাশয়। এবারের এই তৃতীয় এশিয়ান সিম্পোজিয়াম ২০২৪ বিষয় ছিল সেলুলার অটোমেটা টেকনোলজির (ASCAT 2024) । এই সমগ্র অনুষ্ঠানটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের রসায়ন বিভাগের উদ্যোগে আগামী ১লা মার্চ থেকে শুরু হতে চলেছে পাঁচ দিনব্যাপী “গ্লোবাল অপ্টিমাইজেশান এবং মেশিন লার্নিং টেকনিকের মাধ্যমে আণবিক কাঠামোর পূর্বাভাসের উপর একটি হ্যান্ডস-অন ওয়ার্কশপ”। এই অনুষ্ঠানটি ১লা মার্চ থেকে শুরু করে আগামী ৫ই মার্চ অবধি চলবে বলে এনআইটি সূত্র মারফত জানা গেছে।