এই বাংলায়,ওয়েব ডেস্কঃ– গত ৫ আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সে দেশে অচলাবস্থা চলছে। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কও ক্রমশ ক্ষীন হয়েছে। অন্তর্বতী সরকার গঠনের পরও সেই সম্পর্ক ভালো তো হয়নি বরং তা অবনতির দিকেই এগোচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। এই পরিস্থিতিতে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক একটি সেমিনারে আলোচনায় অংশগ্রহণের জন্য প্রতিবেশি বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানকেও।
প্রসঙ্গত, ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি-এ ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারটি আয়োজন করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় যে দেশগুলো অখণ্ড ভারতের অংশ ছিল, তাদের সবাইকে নিয়ে এই বর্ষ পূর্তি উৎসব উদযাপন করতে চাইছে ভারত। তাই মতভেদ দূরে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদেরও এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাকিস্তান ইতিমধ্যেই আমন্ত্রণ গ্রহণ করে সেমিনারে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে। তবে বাংলাদেশের মুহাম্মদ ইউনূস সরকারের তরফ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে ঢাকা যদি এই অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করে, তাহেল এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি পথচলা শুরু হয়েছিল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি-র।