eaibanglai
Homeএই বাংলায়ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারকে সহায়তায় ভারত শুরু করল "অপারেশন ব্রহ্মা"

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারকে সহায়তায় ভারত শুরু করল “অপারেশন ব্রহ্মা”

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারকে সহায়তা করার জন্য “অপারেশন ব্রহ্মা” শুরু করল ভারত। ইতিমধ্যেই ১৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে প্রথম ভারতীয় সামরিক বিমান (সি-১৩০ জে) মায়ানমারের ইয়াঙ্গুনে অবতরণ করেছে। ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ত্রাণে পাঠানো হয়েছে, তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ,সোলার ল্যাম্প, খাবারের প্যাকেট, জল পরিশোধক, স্বাস্থ্যবিধি কিট,জেনারেটর এবং প্রয়োজনীয় ওষুধ।

এই কঠিন সময়ের সঙ্গে মোকাবিলা করার জন্য গতকালই বিশ্বের অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছিল মায়ানমার সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবারই মায়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সাধ্যমতো সাহায্য করতে ভারত প্রস্তুত বলে জানিয়েছিলেন। এ বিষয়ে তিনি বিদেশ মন্ত্রককে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। এরপরই “অপারেশন ব্রহ্মা” চালু করা হয় এবং শনিবার ভোরে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা স্টেশন থেকে ভারতীয় বায়ুসেনার সি-১৩০ জে বিমান মায়ানমারের উদ্দেশে রওনা দেয়।

প্রসঙ্গত উল্লেখ্য শুক্রবার দুপুরে ভয়াভবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের পূর্বের প্রতিবেশী দেশ মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। ভূমিকম্প তছনছ হয়ে গিয়েছে সে দেশের বিস্তীর্ণ এলাকা। কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। মায়ানমারের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত ১০০২জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২,৩৭৬ জন। নিখোঁজ ৩০ জন। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মায়ানমারের পাশাপাশি এই ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। সেখানকার রাজধানী শহর ব্যাঙ্ককে ক্ষয়ক্ষতি হয়েছে। একটি নির্মীয়মাণ ৩০ তলা ভবন ভেঙে পড়ে সেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments