নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– শনিবার ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী তথা এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে দেশ জুড়ে। এদিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কংগ্রেসের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মদিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। এর মধ্যে দুর্গাপুরে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুর্গাপুরে কাঁশিরাম দাসে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। ওনার সঙ্গে উপস্থিত ছিলেন ইনটাক নেতা তথা হিন্দুস্থান স্টিল ওয়াকাসের যুগ্ম সম্পাদক ও কনভেনার রানা সরকার , অসীম সাহা, সেবাদল থেকে অমল হালদার সহ অন্যান্য নেতৃত্ব।
এই উপলক্ষে তরুণবাবু বলেন “ভারতবর্ষের অখণ্ডতা ও একতা রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বর্তমানে ভারতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বিভাজনকারী শক্তি রাজত্ব কায়েম করেছে । ইন্দিরা গান্ধীর জীবন দর্শনকে সামনে রেখে আমাদের সর্বশক্তি দিয়ে একত্রিতভাবে এই বিভাজন কারী শক্তিকে উৎখাত করতেই হবে। ইন্দিরা গান্ধীর জীবন দর্শনকে সামনে রেখেই ওনার নাতি তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কন্যাকুমারীকা থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো পদ যাত্রায় করলেন। আসন্ন দেশের সাধারন নির্বাচনে রাহুল গান্ধীর নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ সরকার গঠন হবে এই বিশ্বাস আমাদের আছে।”
অন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের সেকেন্ডারি রোডে। সেখানে ইন্দিরা গান্ধীর শহীদ বেদীতে মাল্যদান ও স্মৃতিচারণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। পরে জেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে ডি,টি,পি,এস ও বিধাননগর হাউসিং এ একই কর্মসূচীতে উপস্থিত ছিলেন দেবেশ চক্রবর্ত্তী,রবীন গাঙ্গুলি, অশোক শাসমল, সৌমেন বাউরী সহ বিভিন্ন নেতৃত্ব। বিধাননগর হাউসিং এ দুপুরে নরনারায়ণ সেবা ও বস্ত্রদান করা হয়। এছাড়া কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পানাগড় বাজারে ইন্দিরা গান্ধীর আবক্ষ মুর্ত্তিতে মাল্যদান করা হয়। ঝাঁজরায় কলিয়ারি মজদুর ইউনিয়ন কম্বল দান করে এই বিশেষ দিনটি পালন করে।