সংবাদদাতা,বাঁকুড়াঃ- পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাঁকুড়ার ইন্দপুরের এক তৃণমূল নেত্রীর । মৃতার নাম রীনা চৌধুরী। তিনি ইন্দপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষও ছিলেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।
ঘটনা সূত্রে জানা যায় এদিন স্কুটিতে করে খাতড়া থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিলেন। ওই পথেই যাচ্ছিল একটি বেসরকারি বাস। সুপুরের কাছে বাস স্কুটি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার গুরুতর জখম হন রানীদেবী। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানীদেবীকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান খাতড়া ও ইন্দপুর ব্লকের তৃণমূলের সভাপতি এবং মর্মান্তিক এই দুর্ঘটনায় তৃণমূল নেত্রীর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেন।