eaibanglai
Homeএই বাংলায়আবাস প্রকল্পের কিস্তির টাকা চুরি, উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে

আবাস প্রকল্পের কিস্তির টাকা চুরি, উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে

সংবাদদাতা,বাঁকুড়াঃ– বাঁকুড়ার ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা পাড়ার বাসিন্দা ময়না হেমব্রম পেশায় দিনমজুর। বহুদিন ধরে কাঁচা বাড়িতে বসবাস করছেন। ঝড় জল এড়াতে পাকা বাড়িতে বসবাসের ইচ্ছে থাকলেও আর্থিকভাবে পাকা বাড়ি তৈরিতে সক্ষম নন ময়না। সংসারে তিনি একা। দিনমজুরী করে কোনো মতে জীবনযাপন হয়। তাই বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। সম্প্রতি বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ঢোকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দিন কয়েক আগেই ব্যাঙ্ক থেকে সেই টাকা তুলে বাড়িতে রেখেছিলেন ময়না। গত ১৩ তারিখ অন্যান্য দিনের মতোই বাড়িতে তালা দিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন তিনি। বিকেলে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা ভাঙা, ভিতরে বাক্সে রাখা বাড়ি তৈরির ষাট হাজার টাকাও উধাও। পরদিনই ইন্দাস থানার দ্বারস্থ হন অসহায় এই আদিবাসী মহিলা। পুলিশ একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় নামে স্থানীয় একটি ছেলেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া টাকা উদ্ধার করে।

স্থানীয় এক বাসিন্দা সনাতন সরেন বলেন, “এলাকার সকল মানুষ দরীদ্র, দিনমজুর। সবাই সকালে কাজে বেরিয়ে যায় বিকেলে বাড়ি ফেরে। আর বাড়ি ফাঁকা থাকার সুযোগে সঞ্জয় নামে এলাকার একটি ছেলে ময়না হেমব্রমের বাড়ি তৈরির টাকা চুরি করে তার মাকে দেয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ওই টাকা উদ্ধার করে।”

বাড়ি তৈরির সম্বলটুকু ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ময়না হেমব্রম। অপর দিকে ইন্দার থানার পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments