eaibanglai
Homeএই বাংলায়‘নিজের অতীতকে দেখো’কেন বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ?

‘নিজের অতীতকে দেখো’কেন বললেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ?

সঙ্গীতা চৌধুরীঃ- একবার একজন ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে প্রশ্ন করেন,“আমি যতই মনকে বলি “তুমি অমৃতের পুত্র” ততই আবর্জনা জড়ো হয়। দুটো আমি’র যুদ্ধ চলে জীবনে।” এর থেকে মুক্তির উপায় মহারাজ সহজ করে বলেছিলেন সেই ভক্তকে।

স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এই প্রসঙ্গে বলেন,“একবার নিজের অতীটকে দেখো। অনেক সংগ্রামের কাহিনী। সমস্যা, বাঁধা, বিপদ, হতাশা, ঢেউয়ের মতো ওঠা-নামা। তুমিই এসবের মোকাবিলা করেছিলে, যুদ্ধ করেছিলে। আর আজ অনেক সমস্যাই মিটে গেছে। কে করেছে এগুলির সমাধান? তুমিই। অর্থাৎ নিজের শক্তির পরিচয় অনেক বারই দিয়েছ অতীতে। আর আজ তাই নিজের পায়ে দাঁড়িয়ে আছো। এটাই তো বলেছিলেন স্বামীজি। জড় প্রকৃতির বাঁধার বিরুদ্ধে সংগ্রাম করে চেতনা নিজেকে প্রকাশিত করছে, এটাই জীবনের লক্ষণ। পাখি আকাশে ওড়ে ডানার জোরে নয়, মনের জোরে। এক ব্যক্তি ব্যবসা শুরু করেন টাকার জোরে নয়, সাহসের জোরে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments