সংবাদদাতা,দূর্গাপুর:- লোকসভা নির্বাচনে “নরেন্দ্র মোদি , অমিত শাহকে একটিও ভোট নয়”। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বুদ্ধিজীবীদের মঞ্চ থেকে উঠলো এমনই শ্লোগান। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে “দেশ বাঁচাও গণ মঞ্চ” দ্বারা আয়োজিত বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনা সভা হয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। “মোদি হটাও দেশ বাঁচাও “স্লোগানকে সামনে রেখে এই বুদ্ধিজীবীদের মঞ্চ তৈরি হয়।
শিক্ষা, নাটক, সাহিত্যিক, গায়ক, অধ্যাপক , বাম সংগঠনের নেত্রী বিভিন্ন সংস্থা নিয়ে গঠিত এই এই গণমঞ্চটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলায় মাধ্যমে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন বুদ্ধিজীবীরা এখানে নাটক মঞ্চস্থ করেন। তারা বক্তব্যও রাখেন। কেন্দ্রীয় সরকার অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিধাচারিতার বিরুদ্ধে গর্জে উঠেন এই গণমঞ্চের সদস্যরা। এই গণমঞ্চে সদস্যদের মধ্যে রয়েছেন, বিখ্যাত অভিনেত্রী সুদেষ্ণা রায়, রাবীন্দ্রিক শিল্পগোষ্ঠী, বিশিষ্ট শিল্পী সৈকত মিত্র, অর্থনীতির অধ্যাপক প্রদীপ্ত গ্রহ ঠাকুরতা, কল্যান সেনগুপ্ত, বিশ্বনাথ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা।