eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে আন্তরাজ্য বাস টার্মিনাল তৈরির উদ্যোগ এডিডিএ'র

দুর্গাপুরে আন্তরাজ্য বাস টার্মিনাল তৈরির উদ্যোগ এডিডিএ’র

মনোজ সিংহ, দুর্গাপুরঃ শিল্পাঞ্চল দুর্গাপুরে একটি আন্তর্জাতিক মানের বাস টার্মিনাল তৈরীর ভাবনা বহু বছরের পুরনো। কিন্তু সেই ভাবনাটি এখনো পর্যন্ত কাগজ-কলমেই ছিল। এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে আন্তরাজ্য বাস টার্মিনাল তৈরির উদ্যোগ নেওয়া হল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান ব্যবসায়ী কবি দত্ত এ বিষয়ে আজ সকাল সাড়ে ১১ টা নাগাদ দুর্গাপুর মহকুমা শাসক করন সভাগৃহে একটি বৈঠকের আয়োজন করেছেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা দুর্গাপুরের বিধায়ক প্রদীপ মজুমদার সহ দুর্গাপুরের সকল রাজ্য সরকারের উচ্চ আধিকারিকরা।

দুর্গাপুর শিল্পাঞ্চল দ্রুত এগিয়ে চলেছে নগর উন্নয়নের পথে। নামিদামি হোটেল, রেস্তোরা, শিক্ষাপ্রতিষ্ঠান, বিখ্যাত শিল্প গোষ্ঠীর কারখানা সহ একাধিক ক্ষেত্রে দুর্গাপুর এখন রাজ্যের সেরা বাসস্থানের ঠিকানা। কিন্তু দুর্গাপুর প্রবেশ করতেই রেলওয়ে স্টেশনের বাইরে অপরিকল্পিত ভাবে তৈরি হওয়া বাস স্ট্যান্ড ও তার আশেপাশের পরিবেশ দুর্গাপুর শহরের প্রবেশ পথকে একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে। বহুদিন ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি আন্তর্জাতিক মানের আন্তরাজ্য বাস টার্মিনাল তৈরির চেষ্টা করা হচ্ছিল। কিন্তু জায়গার অভাব ও অন্যান্য সরকারি নিয়ম-কানুনের মধ্যে ফাইল বাধা অবস্থায় রয়ে গিয়েছিল এই উদ্যোগটি। নতুন করে এই আন্তরাজ্য বাস টার্মিনাল তৈরীর খবর দুর্গাপুরে ছড়িয়ে পড়তেই খুশির জোয়ার শিল্পাঞ্চলের বাসিন্দাদের মধ্যে।

একটি সূত্র মারফত জানা গেছে, দুর্গাপুর রেল স্টেশন ও সিটি সেন্টারের খুব কাছে একসময় বিখ্যাত কাচ তৈরীর কারখানা ভারত গ্লাসের ফাঁকা জমিতেই গড়ে উঠতে চলেছে এই আন্তরাজ্য বাস টার্মিনাল বলে জানা গেছে। এ বিষয়ে আজ সকালে দুর্গাপুর মহাকুমা শাসক করনে যে বৈঠক রয়েছে, তা হলে আরো পরিষ্কার চিত্ত পাওয়া যাবে এই আন্তরাজ্য বাস টার্মিনাল তৈরির আসল উদ্যোগের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments