নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ২৬ জুন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে সারা দেশের সঙ্গে সঙ্গে দুর্গাপুরের জিআরপি ও আরপিএফের তরফে আয়োজিত এক বিশেষ র্যালি। বুধবার সকালে দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই অনুষ্ঠানে অংশ নেন জিআরপি ও আরপিএফ সহ রেলের কর্মীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে। অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কুচকাওয়াজ এর মধ্য দিয়ে বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকেও সাড়ম্বরে পালিত হল বিশ্ব মাদক বিরোধী দিবস। কোতুলপুর শহরের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষও এই অনুষ্ঠানে সামিল হন। ছাত্র ছাত্রী এবং তাদের আত্মীয়-পরিজনদের ড্রাগের নেশায় আসক্তি এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুরের বিডিও পরিমল গায়েন, কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাফফর মিদ্দা বিশিষ্ট শিক্ষাবিদ প্রসেনজিৎ সরকার, কোতুলপুর থানার আধিকারিক রাজীব পাল, কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর গড়ায় সহ অন্যান্যরা।