eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ৯টি স্বর্ণপদক জয় পশ্চিম বর্ধমানে

আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ৯টি স্বর্ণপদক জয় পশ্চিম বর্ধমানে

সুইটি চন্দ্র, দুর্গাপুর: নতুন দিল্লিতে আয়োজিত ৪র্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পশ্চিম বর্ধমান জেলার চারজন প্রতিযোগী অসাধারণ সাফল্য অর্জন করেছেন। গত ১লা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত নতুন দিল্লি ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। তারা এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেন এবং ভিন্ন ভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে মোট ৯টি পদক জয় করেন পশ্চিম বর্ধমান জেলার কিকবক্সাররা।

এই প্রতিযোগিতায় বিশ্বের১৩ টি দেশ যার মধ্যে ভারত, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, ভুটান, অস্ট্রেলিয়া, ইরান, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া প্রভৃতি অংশগ্রহণ করেছিল। ভারতীয় কিকবক্সারদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং তারা ১২টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক জেতেন।

পশ্চিম বর্ধমান জেলার গৌরবোজ্জ্বল সাফল্য:
পশ্চিম বর্ধমানের চার প্রতিযোগী মিলিতভাবে ৫টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছেন।

ফিরোজ খান খান – ১টি স্বর্ণপদক ও ১টি ব্রোঞ্জপদক।

আরাধ্যা ধীবর– ৩টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক।

সুরভি মণ্ডল – ১টি স্বর্ণপদক ও ১টি ব্রোঞ্জপদক।

বিভি মণ্ডল– ২টি ব্রোঞ্জপদক।

এই সাফল্যের ফলে পশ্চিম বর্ধমান জেলার নাম জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও উজ্জ্বল হয়েছে। কিকবক্সিংয়ের প্রতি এই প্রতিযোগীদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রম আগামী দিনে আরও বড় মঞ্চে সাফল্য এনে দেবে বলে আশা করা যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments