সংবাদদাতা,আসানসোলের :- ট্রাকে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে কোম্পানির পণ্য লোড করে অন্যত্র বিক্রি করার অভিযোগে আন্তরাজ্য চক্রের চার জনকে গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি সি সেন্ট্রাল ধ্রুব দাস ডি সি সেন্ট্রাল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাঁটি থানার রামদুত রোলার্স প্রাইভেট লিমিটেড পণ্য পরিবহনের জন্য একটি লরি বুক করে পরিবহনের জন্য গাড়িটি এলে গাড়ির নম্বর ও চালকের ড্রাইভিং লাইসেন্স দেখে সন্দেহ হলে আসানসোল উত্তর থানার পুলিশ কে খবর দেওয়া হয় পুলিশ গিয়ে তদন্ত করে জানতে পারে গাড়ির নম্বর প্লেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স দুটি ভুয়ো, গ্রেপ্তার করা হয় চালককে, চালককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে উত্তর থানার পুলিশ জানতে পারে এই ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত রয়েছে যারা গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগিয়ে পণ্য লোড করে গন্ত্ববে না পৌঁছে অন্যত্র পণ্য বিক্রি করে। পুলিশ এই চক্রের আরো তিন জনকে গ্রেপ্তার করে। ধৃতরা চারজন বিহার এর বাসিন্দা। ধৃতদের মধ্যে তিন জনকে আদালতে তোলা হবে এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে আরো কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হবে বলে জানান ডি সি সেন্ট্রাল।