eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের হদিশের ঘটনায় গ্রেফতার আরও ১

আসানসোলে আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের হদিশের ঘটনায় গ্রেফতার আরও ১

সন্তোষ কুমার মণ্ডব,আসানসোলঃ- সম্প্রতি এক মহারাষ্ট্রের যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আসানসোল শহরে রেলে চাকরি দেওয়ার নামে আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের হদিশ পায় আসানসোল দক্ষিণ থানায় পুলিশ। চক্রের মূল পাণ্ডা গ্রেফতার হয়েছিল আগেই। এবার ওই চক্রের আরও এক সদস্য়কে গ্রেফতার করল পুলিশ। ধৃতর নাম অবধেশ যাদব। তার বাড়ি আসানসোল দক্ষিণ থানার দূর্গামন্দির এলাকায়।

প্রসঙ্গত ঘটনার তদন্তে নেমে আগেই জালিয়াতি চক্রের মূল পাণ্ডা বিহারের আড়ার বাসিন্দা হরিন্দ্রর সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে আসানসোলের সেনরেল রোডের একটি অভিজাত আবাসনে দুটি ফ্ল্যাট ভাড়া করে পরিবার নিয়ে থাকত হরিন্দ্রর সিং এবং সেখান থেকেই চলত জালিয়াতি চক্র। এরপরই রবিবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেনরেল রোডের ওই আবাসনে অভিযান চালায় পুলিশ এবং প্রচুর নথি উদ্ধার করে। পাশাপাশি দুটি ফ্ল্যাটকে সিল করে দেওয়া হয়। অন্যদিকে ওই অভিযান চলাকালীন সেখান থেকে একটি অটো রিক্সাকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় অটো চালক অবধেশ যাদবকে। অভিযোগ অটোয় করে গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালানোর চেষ্টা করছিল ওই অটো চালক। ওই অটো থেকে উদ্ধার করা হয় নকল নিয়োগ পত্র, ওয়েমার শিট, রেলে চাকরির নিয়ম সংক্রান্ত একাধিক বই, মেডিক্যাল পরীক্ষার সার্টিফিকেট। এছাড়াও উদ্ধার হয় নগদ ১০ লক্ষ ৭৪ হাজার টাকা ও ১০ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না।

সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানায় এক সাংবাদিক সম্মেলনে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, জালিয়াতি চক্রের সদস্যরা চাকরি প্রার্থীদের আসানসোলে রেলে চাকরিতে জয়েন করানোর কথা বলেছিলো। সেই মতো অন্য রাজ্যে তাদের পরীক্ষা নেওয়া হয়েছিলো। রেলের হাসপাতালে তাদের মেডিকেল পরীক্ষাও করানো হয়। তবে শেষ পর্যন্ত কাউকেই চাকরিতে জয়েন করানো হয়নি। কিন্তু ততক্ষণে হরিন্দ্রর সিং রেলে চাকরি দেওয়ার নামে ৬০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে চাকরি প্রার্থীরা জানতে পারেন চাকরির পুরো প্রক্রিয়াটাই ভুয়ো ছিল। মহারাষ্ট্রের যে ব্যক্তি এই ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন, তাতে মোট ৬ জনের নাম রয়েছে। তবে ঠিক কতজনকে প্রতারিত করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ধৃতদের জেরা করে জালিয়াতি চক্র সংক্রান্ত আরও তথ্য জানান চেষ্টা চালানো হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments