সংবাদদাতা,বাঁকুড়াঃ- কংসাবতী সেচ ক্যানেল ভেঙ্গে জলের তলায় চলে গেল বিঘার পর বিঘা চাষের জমি। বাঁকুড়ার রাইপুরের শ্যামসুন্দরপুর সংলগ্ন কালাশোলের ঘটনা। জলে ডুবেছে এলাকার বেশ কয়েকটি রাস্তাও।
স্থানীয় সূত্রে খবর, রাইপুরের ওই এলাকা দিয়ে যাওয়া কংসাবতী সেচ ক্যালেনটি ভোর রাতে ভেঙ্গে পড়ে। আর তাতে কয়েকশো বিঘা চাষের জমি জলমগ্ন হয়ে পড়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা। শ্যামসুন্দরপুর, সারগাড়ি, ঝেঁঝা, মটগোদা, কেলেপাড়া এলাকায় ক্ষয়ক্ষতির পরিমান সর্বাধিক হতে পারে মনে করা হচ্ছে। এমনকি এলাকার একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। যার কারণে স্থানীয়ভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকার বিপন্ন মানুষেরা।





